Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ব্রাক সামাজিক ক্ষমতায়ন করমসূচি সদর উপোজেলার উদ্যোগে ইউনিয়ন সমাজ মিটিং অনুষ্ঠিত হয়।
Details

অদ্য ১০/০৫/২০১৫ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ব্রাক সামাজিক ক্ষমতায়ন করমসূচি সদর উপোজেলার উদ্যোগে দরিদ্র নারীদের স্থানীয় পর্যায়ে নেতৃত্বে, বিভিন্ন কমিটিতে অংশগ্রহন নারী নির্যাতন প্রতিরোধ করণ বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাবা সামছুন নাহার সভাপ্রধান অশ্বদিয়া ইউনিয়ন সমাজ।

 

সভায় পরার্মশ দাতা হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা বেগম সংরক্ষিত মহিলা সদস্য, আবদুল কাইয়ুম, সচিব, শাহাদাত হোসেন, উদ্যোক্তা, অশ্বদিয়া ইউপি। বক্তারা স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দান কারী পল্লী সমাজ সদস্যদের সাথে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের সহযোগীতার আশ্বাস দেন। সভায় আরও উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন জেলা ব্যাবস্থাপক(আইবি)এবং আফছার উদ্দিন মাঠ  সংগঠক (আইবি)।

Images
Attachments