আজ ভোর-রাতের প্রাকৃতিক দূর্যোগের ফলে ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিশদের অধিনে বক্তারপুর গ্রামের বিদ্যালয়, বাড়ী-ঘর, ফসলের ব্যাপক ক্ষতি হয়। বক্তারপুর বিদ্যালয় সম্পূর্ণভাবে বেঙ্গে যায় এবং গ্রামের প্রায় ১৫-২০ টি ঘর সম্পূর্ণ বেঙ্গে যায়। আজ বিকেল বেলাই দূর্যোগ বিদ্ধস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, নুরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, জনাব, গোলাম মহি উদ্দিন বাবু (ভারপাপ্ত চেয়ারম্যান) ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিশদ, জনাব, আব্দুল কাইউম (সচিব) ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিশদ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস